বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত করার ম্যাচে বল হাতে তিন উইকেট নিলেও নিজের বোলিং কোটা পূরণ করতে পারেননি ফজলহক ফারুকি। হাঁটুর নিচের অংশের মাংসপেশিতে ব্যথা পান তিনি।
ওই ইনজুরির অবস্থা বুঝতে তার মাসেলে স্ক্যান করতে পাঠানো হয়েছে। বিবৃতি দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তিনি খেলবেন কিনা নিশ্চিত নয়।
আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রথম ম্যাচের পর তিনি কিছুটা সমস্যা অনুভব করেন। আজও কিছু সমস্যা থেকে যাওয়ায় আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি। তবে আশা করছি তৃতীয় ওয়ানডে ম্যাচে তিনি খেলতে পারবেন।’
ফারুকি বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ২৪ রানে তিনটি এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২২ রানে তিন উইকেট নিয়েছেন। তৃতীয় ম্যাচের আগে সোমবারও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পূর্ণ রান আপ ও গতিতে বোলিং করেছেন তিনি।