স্বাস্থ্য উন্নয়নের জন্য প্রয়োজন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে অন্যান্য দেশের মতো আমাদের দেশেও হেল্থ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে রোগ প্রতিরোধ মূলক ব্যবস্থা শক্তিশালী করা সম্ভব। হেলথ প্রমোশন ফাউন্ডেশনের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ একটি জাতি গড়ে তোলা সম্ভব। যার মাধ্যমে চিকিৎসা খাতে রাষ্ট্রেরা ব্যয় কম হবে। চিকিৎসকরা তাদের মানসিক চাপ কমিয়ে আরও নতুন নতুন গবেষণায় মনোনিবেশ করতে পারবেন। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তি ও প্রবীণদের সামাজিক নিরাপত্তা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ও হেলথ প্রমোশন ফাউন্ডেশন কাজ করবে।