ব্যাট হাতে শুরুতে চাপে পড়েছিল আফগানিস্তান। ধাক্কা সামলে ১৫৪ রান তুলেছে তারা। জবাব দিতে নেমে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ দলও।
বাংলাদেশ ৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে। এরপর সিলেটে শুরু হয়েছে বৃষ্টি। ক্রিজে আছেন তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান।
এর আগে ওপেনার রনি তালুকদার ৪ রান করে আউট হন। নাজমুল শান্ত ১২ রান করে সাজঘরে ফেরেন। লিটন দাস আউট হন ১৯ বলে ১৮ রান করে।
আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ৫৪ রানের ইনিংস খেলেছেন। এছাড়া নাজিবুল্লাহ জাদরান ২৩ ও আজমতুল্লাহ ওমরজাই ১৮ বলে চারটি ছক্কায় ৩৩ রান যোগ করেন।