যশোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে রুবেল পাটোয়ারী (৩৬) নামে এক যুবক গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর চান্দের মোড়ের শহিদুল ইসলাম পাটোয়ারীর ছেলে। এ ব্যাপারে সোমবার ১৭ জুলাই নিহতর বড় ভাই জুয়েল পাটোয়ারী কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা সংক্রান্ত সংবাদ দিয়েছে।

জুয়েল পাটোয়ারী জানান,তার ছোট ভাই রুবেল পাটোয়ারী পারিবারিক কলহের জের ধরে রোববার দিবাগত গভীর রাত ১ টার পর হতে সোমবার সকাল ৮ টার মধ্যে যে কোন সময় ঝুমঝুমপুর চান্দের মোড়ের জনৈক দেবাশীষ এর ভাড়া বাড়ির ঘরের মধ্যে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের লোহার এংগেলের সাথে ঝুলে আত্মহত্যা করে।

এ ব্যাপারে কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।