মোড়েলগন্জ উপজেলার ঘষিয়াখালী গ্রামের ঘষিয়াখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গতকাল বুধবার সকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: আজিজুর রহমান মশিউরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক খান মোঃ মোতাসিম বিল্লাহ’র সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন, সুপার মাওলানা মো: শাহজাহান হাওলাদার, সহসুপার মাওলানা কবির হোসেন, সহকারী শিক্ষক মাওলানা জিয়াউল হক, সহকারী শিক্ষক মাওলানা সবুর গাজী মাসুম মন্ডল, শিক্ষক গোলাম মাওলা, অভিভাবক শহীদুল ইসলাম তালুকদার ও জাকির হোসেন শেখ, তরিকুল ইসলাম প্রমুখ। এসময় দোয়া পরিচালনা করেন, হাফেজ মোঃ আলী আজীম গাজী।
সভায় বক্তারা বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আগামী প্রজন্মকে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অবশ্যই মাদ্রাসা শিক্ষার প্রতি আকৃষ্ট করতে হবে। কেননা মাদ্রাসা শিক্ষার্থীরা একাধিক বিষয়ে শিক্ষা অর্জনের সুযোগ পেয়ে থাকে। সুতারাং ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা এবং সমসাময়িক শিক্ষা অর্জনের মধ্যদিয়ে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম। যেগুলো ইতোমধ্যেই বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে।