এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে যশোর শিক্ষা বোর্ডে স্মারক লিপি

jessore education board

আগামী ১৭ আগস্টের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে যশোর শিক্ষা বোর্ড ৪০ মিনিট ঘেরাও করে স্মারক লিপি দিয়েছে ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা। পরীক্ষা পিছিয়ে দিন, নয়তো পূর্ণ মার্ক ৫০ নম্বরে পরীক্ষা নেয়ার দাবীতে এস্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি গ্রহন করে বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু। যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান শাখারপরীক্ষার্থী জুম্মান আলী হৃদয় বলেন, ২০২২ মালের এইচএসসি পরীক্ষার্থীরা ২ বছর পড়ে ৫০ নম্বরে পরীক্ষা দিয়েছে।

তাদের আইসিটি বিষয়ে পরীক্ষা দেয়া লাগেনি। আমরা ২০২৩ ব্যাচে শিক্ষার্থীদের ১৫ মাস পড়ে পরীক্ষা দিতে হবে ১০০ নম্বরের। অথচ আমাদের এখনও পরীক্ষার সিলেবাস শেষ হয়নি। সেকারনে আমরা বোর্য অফিস ঘেরাও করে স্মারকলিপি দিয়েছি। একই কথা বলে, সরকারি মাইকেল মধুসূদন কলেজের ভ্যবসায়ি শিক্ষা শাখার পরীক্ষার্থী শ্রভ্র নন্দ, যশোর সরকারি কলেজের ব্যবসায়ী শিক্ষা শাখার পরীক্ষার্থী ইয়াসিন আলী, সিটি কলেজের মানবিক শাখার পরীক্ষার্থী জুলকান নাঈমসহ আরো অনেকে। এ ব্যাপারে বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু বলেন চেয়ারশ্যান স্যার ঢাকায় রআছেন। হটস অ্যাপসে শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোর স্মারকলিপি পাঠিয়ে

দিয়েছে। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।