বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফির লাগাম ধরতে যাচ্ছে সরকার

education ministry Bangladesh gov logo

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একেকটিতে একেক রকম টিউশন ফি। শিক্ষার্থীদের ওপর অনেকটা জোর করেই এই ফি চাপিয়ে দেওয়া হয়।

এতে চাপ পড়ে অভিভাবকদের ওপর। এই টিউশন ফির লাগাম টানতে নীতিমালা তৈরি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি সংক্রান্ত খসড়া নীতিমালা পর্যালোচনার জন্য আগামী ৩১ আগস্ট সভা ডাকা হয়েছে।

টিউশন ফি সংক্রান্ত খসড়া নীতিমালাটি পর্যালোচনার জন্য ওই দিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওই সভা অনুষ্ঠিত হবে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তা ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্টরা জানান, এই নীতিমালার আলোকে সারাদেশের প্রতিষ্ঠানভিত্তিক টিউশন ফি নির্ধারণ করে দেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে এটি বাস্তবায়ন করা হবে।