যশোর ১০ শ্রেনীর এক ছাত্রী অপহরনের ঘটনায় চার জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলা করেন ওই স্কুল ছাত্রীর মা। তিনি ঝিকরগাছা উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা। মামলায় একই পরিবারের চারজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলো সদরের খয়েরতলা গাজির ঘাট রোডের শরিফুল ইসলামের ছেলে বিপ্লব , আব্দুল গফুরের ছেলে গাউসুল ইসলাম রিকু , শরিফুল ইসলামের ছেলে ইলয়াস হোসেন ও শরিফুল ইসলামের স্ত্রী রিজিয়া বেগম রিজি। ঘটনার সাথে জড়িত অভিযোগে পুলিশ গাউসুল ইসলাম রিকু ও রিজিয়া বেগম রিজিকে আটক করেছে।
মামলায় অপহৃত স্কুল ছাত্রীর মায়ের অভিযোগ, বিপ্লব আসামি গাউসুল আজম রিকুর সহযোগিতায় তার মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করতো ও প্রেমের প্রস্তাত দিতো। আসামি বিপ্লবের প্রস্তাবে তার মেয়ে রাজী না হওয়ায় আসামি গাউসুলের পরামর্শে তার মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে ফুসলাতে থাকে। বিপ্লব অন্য আসামিদের সহায়তায় বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে থাকে। সর্বশেষ গত ৩১ আগস্ট বিকেলে তার মেয়ে গ্রামের বাড়ি খয়েরতলা থেকে রওনা দিয়ে খয়েরতলা নানা বাড়ির সামনে পৌছালে আসামি বিপ্লবসহ অন্য আসামিরা অপহরণ করে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে নিয়ে আটক রাখে।
মামলার পর পুলিশ ৬ সেপ্টেম্বর রাতে খয়েরতলা গাজির ঘাট রোডের বাড়ি থেকে আসামি গাউসুল ইসলাম রিকু ও রিজিয়া বেগম রিজিকে আটক করে।