দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে হাইড্রোলিক জগের নিচে চাপা পড়ে মি. ওয়াং জিয়াং গো (৫৬) নামের এক চীনা শিফট ম্যানেজার নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে খনির ১২৩৫ ফুট নিচে ১৩০৫ নম্বর ফেইজে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নিহত ওয়াং জিয়ান গুয়ো বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)-এর ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত ছিলেন। তিনি ১৩০৫ নম্বর ফেইস থেকে হাইড্রোলিক সাপোর্টগুলো সরানোর সময় অসাবধানতাবশত স্টিল রোপের সাথে আটকে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, গত ২৩ জুন ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুত শেষ হওয়ায় সেই সরঞ্জামগুলো নতুন ১৪০৫ নম্বর ফেইজে স্থানান্তরের কাজ চলছিল। এই কাজ চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনায় বুধবার (৯ জুলাই) পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (মামলা নং-৩১) দায়ের করা হয়েছে। নিহত চীনা নাগরিকের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে।