অভয়নগরে জাতীয় স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠান

যশোরের অভয়নগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে
আয়োজিত উন্নয়ন মেলা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা
নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে সমাপনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে
এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম এর সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন মেলা-২০২৩ এর আহ্বায়ক ও উপজেলা পরিষদের
চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। তিন দিনের উন্নয়ন মেলার সমাপনী
দিনে স্টলের মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে নওয়াপাড়া
পৌরসভা,দ্বিতীয় স্থান অধিকার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়,
তৃতীয় স্থান অধিকার করে পল্লী উন্নয়ন কার্যালয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম
মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা
ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন,কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সমাজ
সেবা অফিসার এএফএম অহেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ
কুমার পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান ,নওয়াপাড়া
প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোজাফ্ধসঢ়;ফার আহমেদসহ বিভিন্ন
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা কর্মচারীসহ
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।