ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গোলাম রসূল (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ওই উপজেলার গুড়দা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গোলাম রসূল একই উপজেলার মানিকদিহি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে একই উপজেলার পদ্মপুকুর কলেজে যাচ্ছিল গোলাম রসুল। সেসময় পথের ঐ স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় গোলাম রসুল।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনান্থালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।