একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও বোনকে মারপিট করার অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি। যশোর সদর উপজেলার সিতারামপুর গ্রামের মসজিদ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শহিদুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন ,যশোর কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে জানান, সামান্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শাশুড়ি একই এলাকার মফিজের স্ত্রী মাহফুজা বেগম ও তার কন্যাও আমার, স্ত্রী মাসূরা পারভিনসহ কয়েকজন মিলে গত শনিবারে সন্ধ্যায় আমার মা জাহানারা বেগম (৪০) ,বোন সুমি (১৮)কে মারপিট করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় গতকাল রোববার এক অভিযোগ দেয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে যশোর সদর উপজেলার সীতারামপুর মসজিদপাড়া এলাকার বিল্লাল হোসেন জানিয়েছেন একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মাহফুজা ও তার কন্যা মাসুরা সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন মিলে আমার মা ও বোন বেদম মারপিট করে। এ সময় তারা আমার মা জাহানারাও বোনের কাছ থেকে সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। বিল্লাল হোসেন তার মা ও বোনকে যশোর হাসপাতালে ভর্তি করে দিয়ে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করেছেন তার শাশুড়ি ও স্ত্রীর বেদম মারপিটের কারণে তার মায়ের মাথায় ব্যাপক আঘাতপ্রাপ্ত হয়েছে, ও বোনকে সংজ্ঞায়ন অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।