যশোরে সাবেক বিএনপি নেতার মৃত্যুবার্ষিকী পালন

jessore map

যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বাদ আছর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চৌধুরী শহিদুল ইসলাম নয়ন সকল সংকটময় মুহুর্তে দলের সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও তিুনি একই ভাবে নেতৃত্ব দিয়ে নেতাকর্মীদের শেষ ভরসার জায়গা ছিলেন। দলের সভাপতি যে একজন অভিভাবক সেটি তিনি তার কথা বার্তা,আচার আচারণ,কর্মকান্ডের মাধ্যমে প্রমাণ দিয়েছেন। প্রকৃত অর্থে যদি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের প্রতি শ্রদ্ধা জানাতে হয়,তাহলে তার দেখানো পথকে আমাদের অনুসরণ করতে হবে।
অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তৃতায় গেল মঙ্গলবার খুলনা বিভাগীয় রোড মার্চ ও জেলা বিএনপির পথ সভা সফলে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখায় জেলা বিএনপির অধিনস্থ সকল ইউনিট এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
পরে চৌধুরী শহিদুল ইসলাম নয়নের আত্মার মাগফিরাত কামনা মুনাজাত করা হয় । এসময় গুরুতর অসুস্থ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম,সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা কমিটির সদস্য অ্যাড.জাফর সাদিক, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, কাজী আজম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।