যশোরে আলাদা আলাদা অভিযানে গাঁজা ফেনসিডিল ও ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ।ফেনসিডিল বেচাকেনার অভিযোগে জুয়েল নামে এক যুবকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। কত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার খোলাডাঙ্গা বামনপাড়া এলাকা থেকে জুয়েলকে আটক করে পুলিশ।সে যশোরের চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রামের রেজাউলের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মঙ্গলবার রাতে মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জুয়েলের কাছ থেকে বাজার করা ব্যাগের মধ্যে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বুধবার ২৭ সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ।
এদিকে যশোর শহরের ঘোপ জেলরোডস্থ কাঠেরপুল ইব্রাহীম টেলিকমের আড়ালে দোকানের মধ্যে অবস্থান নিয়ে ইয়াবা বেচাকেনার অভিযোগে বিপ্লব হোসেন নামে এক যুবককে ২০ পিছ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে কোতয়ালি থানা পুলিশ তাকে আটক করে। সে শহরের ঘোপ জেলরোড বেলতলার উজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় রাতে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
অপরদিকে যশোরের বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ি বেনাপোল রেলওয়ে ষ্টেশন প্লাটফার্ম থেকে প্রায় এক কেজি গাঁজাসহ ফাতেমা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের কপিল উদ্দিনের স্ত্রী ও মৃত সেলিমের মেয়ে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে। বুধবার ২৭ সেপ্টেম্বর ফাতেমাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ী পুলিশ গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ষ্টেশন থেকে এক নারীকে দেখে সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করার এক পর্যায় তাকে আটক করে। পরে তার কাছে থাকা ৯শ’ ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে।