যশোরে অপহরণের ঘটনায় আটক কালা আরিফের রিমান্ড মঞ্জুর

যশোর শহরের ওয়াবদা এলাকার হাসান আলী হাবিবকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় আটক আরিফ ওরফে কালা আরিছের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ রিমান্ড্ আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আরিফ শহরের কাঠালতলা নদীরপাড় এলাকার বজলু খলিফার ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর রাতে শহরের কাজ শেষে বাড়ি ফিরছিলেন হাসান আলী হাবিব। পথিমধ্যে মুসলিম একাডেমি স্কুলের সামনে বাবু ও তার সহযোগীরা গতিরোধ করে এবং অপহরণ করে তার বাড়িতে নিয়ে আটকে রাখে। এরপর কালা আরিফ এসে তার কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেয়ায় মারপিট করে কাছে থাকা দুইটি এটিএম কার্ড ও তার পাসওয়ার্ড এবয় সাড়ে ৭৫ হাজার টাকা একটি চেকে লিখে স্বাক্ষর করে নেয়।

এরপর আরিফ, বাবু ও তার সহযোগীরা দুইটি এটিএম কার্ড থেকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং চেকে উল্লেখিত টাকা ব্যাংক থেকে তুলে নেয়। পরদিন তারা তাকে একটি গাড়িতে করে বাড়ির সামনে পৌঁছে দিয়ে আসে। বাকি ৩ লাখ ৫০ হাজার টাকার জন্য তারা তাকে মোবাইল ফোনে হুমকি দিতে থাকে। তিনি চিকিৎসা গ্রহণ করে কিছুটা সুস্থ হয়ে গত ১৯ সেপ্টেম্বর কোতয়ালি থানায় দুইজনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকয় আরিফ ওরফে কালা আরিফকে আটক ও ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।