বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি

Bangladesh's Shoriful Islam (2R) celebrates with teammates after taking the wicket of Sri Lanka's Kusal Mendis (not pictured) during the Asia Cup 2023 super four one-day international (ODI) cricket match between Sri Lanka and Bangladesh at the R. Premadasa Stadium in Colombo on September 9, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP)

সাকিব আল হাসানের নেতৃত্বে ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। ১০ দল নিয়ে আয়োজিত আসরের প্রথম পর্বে অংশগ্রহণকারী বাকি নয়টি দলের বিপক্ষে খেলবে তারা।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। শেষ মুহূর্তে চোট নিয়ে শঙ্কা ও ফিটনেস ইস্যুতে তিনি বাদ পড়েন বলে জানান নির্বাচকরা। চোটের কারণে আগেই ছিটকে যান পেসার এবাদত হোসেন।

প্রথম পর্বে বাংলাদেশের সূচি:

তারিখ ও বার
ম্যাচ সময় ভেন্যু

৭ অক্টোবর, শনিবার বাংলাদেশ-আফগানিস্তান
সকাল ১১টা ধর্মশালা

১০ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ-ইংল্যান্ড
সকাল ১১টা ধর্মশালা

১৩ অক্টোবর, শুক্রবার বাংলাদেশ-নিউজিল্যান্ড
দুপুর ২টা ৩০ মিনিট চেন্নাই

১৯ অক্টোবর, বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত
দুপুর ২টা ৩০ মিনিট পুনে

২৪ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
দুপুর ২টা ৩০ মিনিট মুম্বাই

২৮ অক্টোবর, শনিবার বাংলাদেশ-নেদারল্যান্ডস
দুপুর ২টা ৩০ মিনিট কলকাতা

৩১ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ-পাকিস্তান
দুপুর ২টা ৩০ মিনিট কলকাতা

৬ নভেম্বর, সোমবার
বাংলাদেশ-শ্রীলঙ্কা
দুপুর ২টা ৩০ মিনিট দিল্লি

১১ নভেম্বর, শনিবার
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
সকাল ১১টা পুনে