ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির এইচএসএস সড়কের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে এইচএসএস সড়কের দোকান মালিক সমিতির আয়োজনে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে এ খেলার অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম মন্টু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, এইচএসএস সড়কের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, সহ সহ-সভাপতি ইশতিয়াক মাহমুদ পাভেল, ইসলাম বাবু, সহ-সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সালামসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুটি দলের পক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন রুবেল আহমেদ ও লোটাস রহমান সোহাগ।
খেলার প্রথমার্ধে রুবেলের দল এক শূন্য গোলে এগিয়ে যায়, খেলার ১০ মিনিটের মাথায় সোহাগের দল একটি গোল দিয়ে সমতায় আসে। পরে দ্বিতীয় আর্ধে কয়েক মিনিটের ব্যবধানে আরো দুইটি গোল করে সোহাগের দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষ দুই দলের অধিনায়ক এর হাতে চ্যাম্পিয়ন ও রানার চাপ টপি তুলে দেওয়া হয়। এছাড়াও উভয় দলের ৩০ জন খেলোয়াড়কে মেডেল পুরস্কার দেওয়া হয়।
খেলাটি পরিচালনা করেন এইচ এস এস সড়কের সদস্য আলমগীর হোসেন।