আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, খেলা তো হবেই। সারা বাংলায় খেলা হবে। কোয়ার্টার ফাইনাল শেষ হয়ে গেছে, এখন সেমিফাইনাল। জানুয়ারিতে ফাইনাল খেলা, প্রস্তুত আছেন তো?
সোমবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে কোনো অপশক্তি হটাতে পারবে না, বাংলার জনগণ তাঁর সঙ্গে আছে, থাকবে।
কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, মিনমিন করেন কেন? রয়েল বেঙ্গল টাইগারের মতো আরেকবার গর্জে উঠুন।
তিনি বলেন, বিএনপি এখন শেষের পথে। বেশি তর্জন-গর্জন করতে গিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। শেখের বেটি শেখ হাসিনার উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিজয়ী হব।
ওবায়দুল কাদের বলেন, আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। সকল অপশক্তি আমাদের সামনে ভেঙে চুরমার হয়ে যাবে। আপনারা সাহস করে রাস্তায় দাঁড়ান। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করবেন। আমরা দুষ্কৃতকারীদের ক্ষমা করব না।