নিজেকেই টপকাতে পারেননি সালমান খান!

দুই সপ্তাহ আগে মুক্তি পেয়েছে বলিউড তারকা সালমান খানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’। মনীশ শর্মা পরিচালিত এ সিনেমাটি ১৫ দিনে আয় করেছে ২৭৮ কোটি রুপি।

সিনেমাটি মুক্তির আগে ধারণা করা হয়েছিল, দেশপ্রেম, ভরপুর অ্যাকশন, ক্যাটরিনার সঙ্গে রোমাঞ্চ এবং শাহরুখের ক্যামিও ভেঙে দেবে বলিউড সিনেমার অনেক রেকর্ড। কিন্তু বাস্তবতা ভিন্ন। নতুন রেকর্ড তো দূরের কথা, এখনো পর্যন্ত নিজেকেই টপকাতে পারেননি সালমান।

আলী আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। মুক্তির এক সপ্তাহের মধ্যে ২০০ কোটির বেশি আয় করেছিল সিনেমাটি। আর লাইফটাইমে সিনেমাটির আয় ৩৩৯ কোটি রুপি। সেই হিসাবে খুবই ধীর গতিতে এগোচ্ছে ‘টাইগার থ্রি’।

মাঝ আকাশে মৃত্যুর মুখোমুখি ক্যাটরিনা

প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির বক্স অফিস আয় ছিল ১৮৮ কোটি। দ্বিতীয় সপ্তাহেও খুব বেশি বাড়েনি সে আয়। অথচ সিনেমাটির বাজেট ৩০০ কোটি রুপি। শেষ পর্যন্ত ৫০০ কোটি রুপির ক্লাবে পা দিতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ পোষণ করছেন কেউ কেউ।