ঝিনাইদহ সদরের শ্রীপুর গ্রামে শ^শানের গাছ কাটা নিয়ে দ্বন্দের জেরে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। বুধবাশ মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে আহত ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শ্রীপুর গ্রামের চিরঞ্জিত কুমার বিশ^াস (৩৫), সন্তোষ কুমার (৫০), অমল কুমার বিশ^াস (৪০), বিশ^জিত কুমার এবং স্থানীয় গোপালপুর পশ্চিম পাড়ার টিটোন মিয়া। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে সদর উপজেলার শ্রীপুর গ্রামের শ^শানের ভাটাম, মেহগনি সহ বেশ কিছু গাছ কাটে পাশ^বর্তি গোপালপুর পশ্চিম পাড়ার টিটোন মিয়া, জিহাদ সহ ১০ থেকে ১২ জন। বিষয়টি সকালে জানতে পারে শ^শান কর্তৃপক্ষ। পরে বিষয়টি নিয়ে শ^শান কর্তৃপক্ষ প্রতিবাদ জানায়। এরই জেরে গেল রাত ৮ টার দিকে শ^াশানের পাশে বসে থাকা অবস্থায় তাদের উপর হামলা করে টিটোন, জিহাদ সহ অন্যরা। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তখন উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক মো: রোকনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরাও হাসপাতালে এসেছি। ক্ষতিগ্রস্থদের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।