যশোরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন গুরুদেব ফুটবল টুর্নামেন্ট শুরু

যশোরের হাশিমপুর গ্রামে পাঁচদিন ব্যাপী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন গুরুদেব
স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার
(১ ডিসেম্বর) হাশিমপুর মধ্যপাড়া মাঠে যুবসংঘের
আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী
দিনে জাফরুল মামা-ভাগ্নে একাদশ, শাহিন একাদশের
বিপক্ষে মাঠে নামে।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টটির উদ্বোধন
করেন হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর
মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন।

আয়োজক সংগঠনের পৃষ্ঠপোষক জাতীয় যুব কাউন্সিলের
সহ-সভাপতি জহির ইকবাল নান্নুর সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাশিমপুর ইউনিয়ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান
বাবু, ইউপি সদস্য সাইফুল ইসলাম, সামাজিক ব্যক্তিত্ব
অ্যাডভোকেট জুয়েল হোসেন, শিহাব উদ্দিন ও যুবলীগ
নেতা নাজমুল হুসাইন প্রিন্স।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে মারুফ সেভেন স্টার একাদশ,
জাফরুল মামা-ভাগ্নে একাদশ, সোহাগ ডোনজার
ক্লাব, সবুজ একাদশ ও জুলু স্পোটিং ক্লাব।