ঝিনাইদহে জেলা বিএনপির উদ্যোগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে দুর্যোগপুর্ন আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এম মজিদের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করে দলটির নেতাকর্মীরা। সকালে ঝিনাইদহ মাগুরা সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এম মজিদ, মাহফুজুর রহমান ইপিআর, পলাশ মিয়া, মনিরুজ্জামান মিঠু ও মিলুসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিএনপির ভাষায় অবধৈ সরকারের পদত্যাগ, একতরফা পাতানো নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ১০ম দফা অবরোধের প্রথম দিনে এই বিক্ষোভ কর্মসুচির আয়োজন করে।
মিছিল শেষে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এম মজিদ বলেন, স্বৈরাচার এরশাদের থেকেও হাসিনা সরকার জালিম ও ফ্যাসিবাদী। তিনি বলেন এই সরকার দেশের মানুষের কোন কল্যান করেনি। নিজেরা আখের গুছিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এক একজন এমপি মন্ত্রীর হলফনামা দেখলে বোঝা যাচ্ছে দেশের টাকা কি ভাবে তারা লুটপাট করেছে।