যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আজ রোববার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, যশোর র‍্যাব-৬ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সাকিব হোসেন,

অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এ‍্যান্ড বেলাল হোসাইন, জেলা আনসার কমান্ডার সঞ্জয় কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।