রাজার সমালোচনার দায়ে এমপির কারাদণ্ড

থাইল্যান্ডের একজন নারী সংসদ সদস্যকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির কঠোর ‌‘লেস-ম্যাজেস্ট’ আইনে তার জামিন বাতিল করা হলে তিনি এমপি পদ হারাতে পারেন। খবর-বিবিসি

রুকচানোক আইস শ্রীনর্ক নামে মুভ ফরোয়ার্ড পার্টির এই নেতার বিরুদ্ধে রাজতন্ত্রের সমালোচনা করে টুইট পোস্ট করার অভিযোগ আনা হয়। যদিও তিনি দোষী নন বলে দাবি করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ করা পোস্টে রাজাকে অপমান করা হয়েছে বলে রুকচানোক আইসকে বুধবার দোষী সাব্যস্ত করেছে ব্যাংককের একটি আদালত। তিনি দুটি পোস্ট করেছিলেন। প্রথম পোস্টে তিনি দেশটিতে মহামারি মোকাবিলায় সরকারের সমালোচনা করেছিলেন। দ্বিতীয়টি একটি টুইটের পুনঃপোস্ট ছিল যা রাজতন্ত্রের সমালোচনা হিসেবে সাজা দেওয়া হয়। যদিও দুটি পোস্টই তিনি করেছিলেন মুভ ফরোয়ার্ড পার্টিতে যোগ দেওয়ার আগে।

মুভ ফরোয়ার্ড পার্টি চলতি বছরের নির্বাচনে জয়ী হয়। দলটি ‘লেস-ম্যাজেস্ট’ আইন সংস্কারেরও আহ্বান জানিয়েছিল। ‘লেস-ম্যাজেস্ট’ আইনের বিরোধিতা ছিল এমন একটি ঘটনা যা ২০২০ সালে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। বিক্ষোভ বেশ কয়েক মাস স্থায়ী ছিল।

থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটসের মতে, ২০২০ সাল থেকে লেস-ম্যাজেস্ট আইনের অধীনে প্রায় ২৬০টি অভিযোগ দায়ের করা হয়েছে। বিক্ষোভে জড়িত থাকার জন্য প্রায় ২ হাজার জনকে বিভিন্ন আইনের অধীনে বিচার করা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে একটি রাজকীয় মোটর বহরের পাশে চিৎকার করার জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

মে মাসের সাধারণ নির্বাচনে তরুণ মুভ ফরোয়ার্ড পার্টির তরুণ প্রার্থীরা নাটকীয় বিজয় অর্জন করেন। রুকচানোক আইস ব্যাংককের কাছের এলাকা ব্যাং বন থেকে জিতেছিলেন।

এ আসনটি কয়েক দশক ধরে থাইল্যান্ডের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলগুলোর দখলে ছিল। একজন রাজনৈতিক হেভিওয়েট নেতাকে পরাজিত করে আসনটিতে বিজয়ী হওয়ার জন্য থাইল্যান্ডের গণমাধ্যম তাকে ‘জায়ান্ট-কিলার’ নাম দিয়েছিল।