ড. শ্রীরবীন্দ্রনাথ সরকারের পরলোক গমন

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর, পাবনার সভাপতি ড. শ্রীরবীন্দ্রনাথ সরকার (প্র:ঋ:) সোমবার সন্ধ্যা ৭.০৫ ঘটিকায় নিজ গ্রাম যশোর জেলার বাঘারপাড়া উপজেলার সৈয়দমামুদপুরে এই প্রপঞ্চের মায়া কাটিয়ে পরমধামে গমন করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর, পাবনার সাধারণ সম্পাদক শ্রীতাপসচন্দ্র বর্মন (স:প্র:ঋ:) বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীতাপসচন্দ্র বর্মন বলেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর, পাবনা’র সভাপতি, জীবনের শুরুতেই সংসারের সমন্ত প্রলোভনকে উপো করে ঠাকুরের কাজকে শিরোধার্য করে পরমতীর্থ হিমাইতপুর ধামে সারাজীবন অতিবাহিত করেছিলেন। যার প্রেরণায় হাজার হাজার জীবনের পথ সন্ধানী মানুষ সঠিক পথ তথা শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে দীতি হয়েছিলেন।
ঠাকুরের ইচ্ছা পুরণের জন্যে বিজ্ঞানের স্নাতক হয়েও যিনি ওকালতি, সংস্কৃত সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি অর্জনে বয়সের বাধাকে বাধ্য করেছিলেন। যার বক্তব্য শুনে ভাবে আপ্লুত হয়ে ভক্তপ্রাণ তাঁকে বাংলাদেশের ‘বিবেকানন্দ’ বলে আখ্যায়িত করেছেন। সেই ণজন্মা মহাত্মা ছিলেন আমাদের সবার প্রিয় ড. শ্রীরবীন্দ্রনাথ সরকার।
আমরা শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ তথা কোটি কোটি সৎসঙ্গীর প থেকে মহাত্মনের বিদেহী আত্মার পরমপদ প্রাপ্তির প্রার্থনা জানাই। সাথে সাথে শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি জানাই হাৃর্দিক সহমর্মিতা।
তাঁর মৃত্যুতে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা প্রেসকাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, দা ডেইলি অবজারভার পত্রিকার পাবনা প্রতিনিধি ড. নরেশ চন্দ্র মধু, দৈনিক আমাদের সময় ওয়াননিউজ বিডি ডটকম পাবনা প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, কেন্দ্রীয় সৎসঙ্গের সহ সাধারণ সম্পাদক সৌমিত্র মজুমদার পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিরন্ময় ঘোষ গভীর শোক প্রকাশ করেছেন।