রাজধানীর গুলিস্তানের নবাবপুর রোডে চারতলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত ১২টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, চারতলা ভবনের দ্বিতীয় তলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের শাখায় এই অগ্নিকাণ্ড ঘটে। পরে সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।