ঝিনাইদহে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন।

সেসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন। পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার আজিম-উল-আহসান মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপিসহ সরকারি, বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠের শহীদ মিনারে ইউনিয়ন বাসির পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালি, প্রভাতফেরী সহকারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে হাজির হয়।

অপরদিকে শহরের জামিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ওয়াজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফজের আলী গার্লস স্কুল এন্ড কলেজ, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ, সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,খড়িখালী মায়াময় বালিকা বিদ্যালয়, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান র‌্যালি, প্রভাতফেরী শেষে প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।