অবৈধ সম্পর্ক সন্দেহে স্ত্রীকে গুলি, অতঃপর…

ছোট ভাইয়ের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন স্বামী। আর তাতেই ক্ষিপ্ত হয়ে দুজনকেই গুলি করেন। ঘটনাস্থলেই স্ত্রী নিহত হয়েছেন। আর ছোট ভাইকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে এ ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রথমে স্ত্রীর মাথা লক্ষ্য করে গুলি ছোড়েন অভিযুক্ত। এরপর ভাইকে গুলি করেন। অভিযুক্তের ভাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

 

স্বামীর সঙ্গে গত কয়েক দিন ধরে ঝামেলা চলছিল ওই নারীর। সে কারণে তিনি বাবার বাড়ি চলে যান। সেখানে গিয়েই তাকে হত্যা করা হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার অভিমন্যু মাঙ্গলিক জানান, অভিযুক্ত নিজের স্ত্রীকে সন্দেহ করতেন। তিনি মনে করতেন, ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক রয়েছে।

খুনিকে গ্রেফতারে অভিযান চলছে।