যশোরে ক্লাব ঘরে জুয়ার আসরে পুলিশের হানা তিন জুয়াড়ী নগদ টাকা ও তাসসহ গ্রেফতার

যশোর শহরের বকচর জোড়া মন্দির সংলগ্ন সূর্য সংঘ ক্লাবের মধ্যে জুয়ার আসরে পুলিশের হানা। তিন জুয়াড়ীকে এক সেট ডন তাস ও জুয়া খেলার নগদ ২৮৯০ টাকাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়ার ফুল মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন,সদর উপজেলার মুড়লী স্কুল পাড়ার মৃত হোসেন বিশ^াসের ছেলে লালু বিশ^াস ও একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মোসলেম উদ্দিন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

কোতয়ালি থানা সূত্রে জানাগেছে,মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে থানার দুই এসআইসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সূর্য সংঘ ক্লাবে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জুয়ার আসরে মত্ত উল্লেখিত তিন জুয়াড়ীকে গ্রেফতার করে। এসময় জুয়ার বোর্ড ও তাদের শরীরে তল্লাশী চালিয়ে উল্লেথিক টাকা ও এক তাস উদ্ধার করে।