বেইলি রোডে আগুন হতাহতের ঘটনায় ন‌রেন্দ্র মোদির শোক, শেখ হাসিনাকে চিঠি

narendra modi

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চিঠির মাধ্যমে তিনি এই শোক জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা চিঠিতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের গ্রীন কোজি কটেজ ভব‌নে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেন। এছাড়া তিনি অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

 

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, এই দুঃখের সময়ে ভারত যেমন বাংলাদেশের পাশে রয়েছে ঠিক তেমনি তার চিন্তাভাবনা এবং প্রার্থনা বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের সঙ্গে সবসময় থাকবে। তি‌নি আহত ব‌্যক্তি‌দের দ্রুত সুস্থতা কামনা ক‌রেন।

প্রসঙ্গত, বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।