ঝিনাইদহে পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস

আমদানী নির্ভরতা দূর করে কৃষক পর্যায়ে উন্নত মানের পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলা শহরের মহিলা কলেজপাড়ার শিশু নিলয় ফাউন্ডেশনের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ প্রদাণ করা হয়। উপজেলার ৩ টি ইউনিয়নের ২৫ জন কৃষককে উন্নত পেঁয়াজবীজ উৎপাদনের জন্য প্রশিক্ষণ প্রদাণ করা হয়।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সহযোগিতায় শিশু নিলয় ফাউন্ডেশনের বাস্তবায়নে এ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদাণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, শিশু নিলয় ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মোঃ রিজু শিকদার ও সহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম।

পরে উপজেলার জাগুশা গ্রামের মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সে সময় কৃষকের উৎপাদিত পেঁয়াজ বীজ পরিদর্শন করেন কর্মকর্তারা সেই সাথে বীজ সংরক্ষণের জন্য নানা পরামর্শ প্রদাণ করেন।