যশোরে চাঁদাবাজি করতে যেয়ে পুলিশের হাতে চার জন ভুয়া র‌্যাব সদস্য আটক

যশোরে র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে যেয়ে পুলিশের হাতে আটক হয়েছে‌৪ জন ভুয়া র‌্যাব সদস্য। যশোর ডিবি পুলিশের একটি টিম তাদেরকে আটক করে।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, শহরতলীর পালবাড়ী কাঁচা বাজারস্থ তপন দেবনাথের গ্যারেজের পাশ থেকে র‌্যাব পরিচয় দিয়ে একজন ব্যক্তিকে চাঁদার দাবিতে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে শহরের ঘোপ নোয়াপাড়া রোড এলাকার আব্দুল হালিমের ছেলে আবুল হাসান(৩৪) আবুল কালামের ছেলে ফারদিন হোসেন ফাহিম (২২),জাহিদ আহমেদের ছেলে প্রান্ত আহমেদ(২৪) ও শেখহাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে সবুজকে (২৭) আটক করে তারা।

পরে তাদের হেফাজত থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। এছাড়াও আসামীদের ব্যবহৃত ১টি প্রাইভেটকার,চাঁদা আদায়ের নগদ ৯৬ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে যশোর ডিবি পুলিশ।

পুলিশ জানায়,এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল। তবে ঘটনায় অপহৃত ব্যক্তির নাম ঠিকানা পুলিশ দিতে পারেনি।