যশোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত আহত ২

যশোর- মাগুরা সড়কে বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালক রবিউল ইসলাম। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আজিজুল ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট গ্রামের ফটিক আলীর ছেলে।

 

ফায়ার সার্ভিস যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, রড বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিলো। পথিমধ্যে সকালে দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সকালে পথচারীদের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে অংশ নেয়। তারা ট্রাকের নিচ থেকে অচেতন ট্রাকের চালক রবিউল ইসলামকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ট্রাকটি উল্টে পড়ে আছে।

 

এদিকে শুক্রবার রাতে যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছার দরগা গোয়ালা নামাজ স্থানে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঝিকরগাছার দত্তপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে অঞ্জনা (১৮)নিহত হয়েছে। এঘটনায় তার বন্ধু আব্দুল্লাহ(১৭) নামে এক যুবক আহত হয়। আহত আব্দুল্লাহ যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।