যশোরের সন্ত্রাসী চাঁদাবাজদের তান্ডব মারপিট জখম ও আটক-১

যশোর ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে হামলা ও তাকে মারপিট করেছে ।এই ঘটনায় থানা মামলা হয়েছে। সদর উপজেলার কচুয়া ইউনিয়নের নিমতলী বাজারে এঘটনা ঘটে।

 

উক্ত এলাকার ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম ধাবকের কাছে চিহ্নিত সন্ত্রাসীরা ১০ হাজার টাকা চাঁদাদাবি করে হামলা চালিয়ে মারপিট করেছে। এঘটনায় বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাদি হয়ে ৬ জন চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে শুক্রবার কোতয়ালি থানায় মামলা দিয়েছে। পুলিশ মামলার আসামী রাসেল হোসেন নামে এক যুবককে আটক করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে। মামলার আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে আল আমিন,শাখারীগাতী দক্ষিণপাড়ার মৃত আব্দুল হাকিম মাষ্টারের ছেলে আব্দুল আলিম, হাটবিলা মার্বেল ফ্যাক্টরীর পিছনে মৃত মিজান ড্রাইভারের ছেলে রাসেল হোসেন,শাখারীগাতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শহিদুল ইসলাম,একই গ্রামের মৃত গফফার মোল্যার ছেলে মেহেদী হাসান ও একই উপজেলার জিরাট গ্রামের হিরু শেখ এর ছেলে শেখ টুটুলসহ অজ্ঞাতনামা ৮/১০জন।