কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে যশোরে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ বিকেল ৫টায় যশোর শহরের মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদের গ্রেফতার, দমন নিপীড়ন বন্ধ, কোটার যৌক্তিক সমাধান ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনের আয়োজন করা হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটুর নেতৃত্বে সংগঠনে অর্ধশতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, মেধার ভিত্তিতেই জাতি গঠন করতে হবে। কোটা বিরোধীরা সময় উপযোগী আন্দোলন করেছে। কিন্তু সরকার তাদের দমন নিপীড়নের পথ বেছে নিয়েছে। সরকারি পেটোয়া বাহিনী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রক্তাক্ত করছে। নির্বিচারে শিক্ষার্থীদের পিটিয়ে হত্যা করেছে। এ অবস্থায় আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা শিক্ষার্থীদের সাথে আছি। সরকারকে তাদের নায্য দাবি মানতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক তসলিম উর রহমান, শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হক, বাসদ মার্কসবাদীর নেতা মো: আলাউদ্দিন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি অর্ক বিশ্বাস প্রমুখ।