ভীতি দুরিকরনে জেলা প্রশাসকের নেতৃত্বে যশোরে পদযাত্রা

যশোরে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ সদ্য ক্ষমতাচ্যুত সরকার সমর্থিত মানুষের মধ্যে চরম ভীতি কাজ করছে। এ অবস্থা থেকে পরিত্রাণে জেলা প্রশাসন সর্বস্তরের মানুষকে নিয়ে পদযাত্রার আয়োজন করে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১২ টা ২০ মিনিটে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ।

পদযাত্রায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত শহর, জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল,

বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, ইসলামী আন্দোলনের শোয়াইব হোসেন ও মাওলানা আব্দুল হালিম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান।