যশোরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়

শেখ হাসিনার শাসনামমে ব্যবসায়ীরা ব্যাপক চাঁদাবাজী এবং হয়রানি শিকারের কারণে যশোর শহরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

১২ আগস্ট সোমবার সন্ধ্যায় শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন রেড টাউন রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতের পেশাজীবী থানা শাখা।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারী অধ্যাপক শামসুজ্জামান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, ব্যবসায়ীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সৎ ব্যবসায়ীরা পরকালে জান্নাতে আমাদের প্রিয় নবীর পাশেই অবস্থান করবেন বলে ঘোষনা করা হয়েছে। অতএব, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের সততা এবং নৈতিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাবার আহবান জানান তিনি।

জেলা আমির তার বক্তব্যে আরও বলেন, আওয়ামী দু:শাসনের দীর্ঘ সময়ে ব্যবসায়ীরা নানা ধরনের হয়রানী এবং চাঁদাবাজীর শিকার হয়েছেন। যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। এই সেক্টরে চাঁদাবাজী, হয়রানী এবং কোন প্রকার বাধা প্রদান আমরা বরদাশত করবো না। ব্যবসায়ীদের সাথে নিয়ে জামায়াতে ইসলামী দেশের উন্নয়ন তরান্বিত করতে সচেষ্ট রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সঞ্চালনা করেন পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল। মতবিনিময়ে শহরের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবন্দ অংশ গ্রহণ করেন।