পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে গান করার একটি ঘটনা নিয়ে বেশ বিব্রত ভারতের গায়ক কুমার শানু। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি কনসার্টের মঞ্চে মাইক্রোফোন হাতে কুমার শানু বলছেন, ‘আমরা ইমরান খানকে মুক্ত করব এবং তাকে প্রধানমন্ত্রী বানাব। আমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং নতুন পাকিস্তান গঠন করব।’ এর পরপরই তিনি ইমরান খানকে নিয়ে গান ধরেন।
এ ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছেন কুমার শানু। কারণ, এটি সত্যিকারের ভিডিও নয়। মূলত এআই-এর কবলে পড়েছেন এ গায়ক। তিনি জানিয়েছেন, ভিডিওটি ভুয়া এবং এআই-জেনারেটেড।
কুমার শানু বলেন, ‘কিছু লোক আমাকে বদনাম করার চেষ্টা করছে। আমি কখনো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর জন্য কোনো গান গাইনি। ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওটি আমার ভয়েস নয়, এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। কিছু লোক আমার মানহানি করার চেষ্টা করছে এবং সে কারণেই আমি আমার ভক্তদের বলতে চাই খবরটি ভুয়া, মিথ্যা!’