দুর্নীতি দমন ও আইনী সহয়তা কেন্দ্র’র ঢাকা-খুলনা বিভাগের সমন্বয়ক হলেন জনি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দুর্নীতি দমন ও আইনী সহয়তা কেন্দ্র (একলাক) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন যশোরের মনোয়ার হোসেন জনি। একই সাথে তাকে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জামাল চৌধুরী বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও মনোয়ার হোসেন জনি পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সিনিঃসহ সভাপতি পদে আছেন। এর আগে তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।