যশোর অঞ্চলে ফল ও সবজি বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণার উপলক্ষে শুক্রবার সকালে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভা কক্ষে শাকসবজি উৎপাদনে ক্ষতি কমানো ও পুষ্টি বৃদ্ধির বিষয়ে কৃষিবিদদের নিয়ে একমুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড, সুশান্ত কুমার তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থ ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মোঃ আখতারুজ্জামান খান। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. সালাউদ্দিন পলাশ, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাদী হাসান,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড.তকিবুর রহমান, যশোর আলু বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ-পরিচালক কে, এম শামীম রানা, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (প্রশিক্ষণ) এর উপ-পরিচালক মোঃআবু তালহা। হর্টিকালচার এর উপ পরিচালক দীপঙ্কর দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার কৃষি কর্মকর্তা হাসান আলীসহ যশোরের সকল উপজেলার কৃষি কর্মকর্তারা।
মুক্ত আলোচনায়,বক্তারা ফল ও সবজির সংগ্রহোত্তর ক্ষতি কমানো ও পুষ্টিমান বৃদ্ধির লক্ষে প্রযুক্তিগত ব্যবসায়িক মডেল উন্নয়নে জেলায় ফল ও সবজি সংরক্ষণে হিমাগার স্থাপন, পন্যের মোড়ক করনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।