ওমর সানী অসুস্থ, চাইলেন দোয়া

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। চলচ্চিত্রের স্বর্ণালী যুগে বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এখনো অভিনয়ে সরব এই অভিনেতা।

বর্তমানে অভিনয়ের চেয়ে নিজের রেস্তোঁরা ব্যবসা নিয়েই ব্যস্ত তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝেমধ্যেই বিভিন্ন পোস্ট দেন এই অভিনেতা। এবার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দোয়া চাইলেন ওমর সানী।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘জ্বর সবাই দোয়া করবেন।’

এমন পোস্ট দেওয়ার পর পরই বেশ চিন্তিত হয়ে পেড়েছেন তার ভক্ত থেকে শুরু করে সহকর্মীরাও। সবাই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।

সংগীতশিল্পী তিমির নন্দী অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, দ্রুত সুস্থতা কামনা করছি। অন্যদিকে অভিনেত্রী মিষ্টি জান্নাত লেখেন, ‘ফি আমান্নিল্লাহ’।

এ প্রসঙ্গে গণমাধ্যমে ওমর সানী বলেন, অসুস্থতা তেমন গুরুতর নয়। ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।

সর্বশেষ ‘ডেডবডি’ সিনেমা দেখা যায় এই অভিনেতাকে। কিন্তু ঢালিউডের বক্সঅফিসে সফলতার মুখ দেখেনি এটি। প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হওয়ায় সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি স্টার সিনেপ্লেক্স থেকেও নামিয়ে দেওয়া হয়েছিল সিনেমাটি।