ঝিনাইদহের অসুস্থ্য গরুর মাংস বিক্রয়ের অপরাধে কসাই আটক

ঝিনাইদহের মহেশপুরে অসুস্থ্য গরুর মাংস বিক্রয়ের অপরাধে জালাল উদ্দিন নামের এক কসাইকে আটক করেছে পুলিশ। সেসময় ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের জেল ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া মহেশপুর পৌর শহরের কলেজ স্ট্যান্ডের মাংসের দোকান সিলগাল করে বিক্রির কাজে ব্যবহৃত সারঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মহেশপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ তারিকুল ইসলাম এ রায় দেন। আটক জালাল উদ্দিন উপজেলার রামচন্দ্র গ্রামের ভোলাই বিশ্বাসের ছেলে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বেশ কিছু দিন আগে জালাল উদ্দিনের বিরুদ্ধে অসুস্থ্য ও মরা গরুর মাংস বিক্রির অভিযোগ ছিল। মঙ্গলবার অসুস্থ্য মাংস বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে। এ অপরাধে তাকে ৩ মাসের জেল ও নগদ ২০ হাজার টাকা জরিমানা এবং মাংস বিক্রয়ের ব্যবহৃত চৌকিসহ অন্যান্য আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পশু স্বাস্থ্য কর্মকর্তা ফজলূল কবির ও মহেশপুর থানার এসআই ফারুক হোসেন সহ অন্যান্যরা।