যশোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

যশোর শহরেও ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন।শনিবার সকালে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারায়।

শনিবার সকাল ৮ টার দিকে কাওসার আলী (৪৫) নামে এক ব্যবসায়ী তার নাতিকে প্রাইভেট কোচিং এ রেখে মোটরসাইকেল রোগে বাসায় ফিরছিলেন। পথের মধ্যে যশোর জিলা স্কুলের সামনে মুজিব সড়কে পৌঁছলে আদ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স এসে কাওসার আলীর মোটরসাইকেলের পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করার পর তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর সকাল ৯ টায় কাওসার আলী মৃত্যুবরণ করেন। তার বন্ধু আজিবুর রহমান জানিয়েছেন, কাওসার আলী যশোর শহরের খালধার রোড এলাকার মৃত আনিসুর রহমানের পুত্র। বর্তমানে তিনি শহরতলীর ধর্মতলায় শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করেন।

এদিন ঝিকরগাছা উপজেলার রূপসপুর চলন্ত ভ্যান ( চার্জার ভ্যান) থেকে পাকা রাস্তার ওপর পড়ে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোকেয়া বেগম ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের মৃত রকিম উদ্দিনের স্ত্রী।

স্বজনরা জানিয়েছেন,রোকেয়া বেগম সকালে ভ্যানযোগে তার আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। পথের মাঝে উপজেরার রুপসপুর গ্রামে পৌঁছলে চলন্ত ভ্যান থেকে রোকেয়া বেগম ছিটকে পাকা পিচের রাস্তার পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে তার নাতি সাবিনা খাতুন আহত রোকেয়া বেগমকে উদ্ধার করার পর স্থানীয় ঝিকরগাছা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বেলা ১২ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে রোকেয়া মারা যান।