যশোরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক দুই

যশোরে আলোচিত মাদকসম্রাজ্ঞী তিশা আক্তার প্রিয়া ও তার মা‘কে অভিযান চালিয়ে আটক করেছে সেনাবাহিনীর একটি দল।

গতকাল শনিবার রাত ১০ টায় শহরের রেলগেট মুজিব সড়ক পঙ্গু হাসপাতালের বিপরীত পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকৃত ব্যক্তিরা হলেন, শহরতলী চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত আক্তার হোসেনের মেয়ে তিশা আক্তার প্রিয়া (২২) ও মৃত আক্তার হোসেনের স্ত্রী শাহানারা বেগম (৫০)।

এসময় তাদের কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা, ৭ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৫‘শ টাকা, ইয়াবা সেবনের ফয়েল পেপার ও দুইাট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটকৃতদের মাদকসহ যশোর সদর থানা হস্তান্তর করা হয়েছে।