ঝিনাইদহের শৈলকুপায় মেছো বাঘ পিটিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপায় বিলুপ্ত প্রায় মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মঙ্গলবার রাত ৩ টার দিকে উপজেলার খন্দকবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে ওই গ্রামের কালু নামের এক কৃষকের গোয়ালে ঢুকে মেছো বাঘটি দুটি ছাগল মেরে ফেলে। মঙ্গলবার রাতে আবারো তার বাড়িতে এসে মুরগির ঘরে প্রবেশ করে।

বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করলে ঘরের পাশে জালে আটকা পড়ে। পরে গ্রামবাসী বাঘটিতে পিটিয়ে হত্যা করে।