যশোরে মাদ্রাসার শিক্ষকদের তিনদিনের প্রশিক্ষণ শুরু

যশোরে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের শিক্ষকদের তিনদিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

গতকাল শুক্রবার সকালে ইসলামিক ফাউোন্ডশন যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের পরিচালক (উপ-সচিব) আব্দুস সবুর।
তিনি বলেন, সারা দেশে দারুল আরকাম মাদ্রাসা প্রকল্পের ১০১০ টি মাদ্রাসা নৈতিকতা সম্পন্ন মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এ প্রকল্পের শিক্ষকদের সমাজে আলোর মশালের ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বলেন, নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে না পারলে আমাদের সমাজে ধর্মীয় চেতনার প্রসার ঘটানো সম্ভব হবে না। তাই দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের এবিষয়ে বেশ গুরুত্ব দিতে হবে। তাদেরকে আরো জ্ঞান চর্চা বড়াতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) ইকরামুল ইসলাম শাওন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলারফিল্ড অফিসার সোলায়মান।

আরো বক্তব্য প্রদান করেন, ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলার মাস্টার ট্রেইনার মাওলানা আশরাফ আলী।

অনুষ্ঠান পরিচালনা করেন, ইসলামিক ফাউন্ডেশন যশোর সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠান দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের যশোরের ৮ উপজেলার ১৬টি মাদ্রাসার ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করছেন।