“আমরা এখন কঠিন চ্যালেঞ্জের মধ্যে কাজ করছি। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এসকল ষড়যন্ত্রের মধ্যে সকলকে চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হবে। আমাদের দেখে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা শিক্ষা নিবে এবং রাষ্ট্র পরিচালনায় সহজ হবে।” রবিবার যশোর সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম এসব কথা বলেন।
উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে উপকারভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।
সদর উপজেলা সমাজসেবা অফিসার আশিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাসান আলী, সমবায় অফিসার রনজিত দাস, সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী চৌধুরী মোহাম্মদ আছিফ রেজা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজরা, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ প্রমূখ।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনের এঅনুষ্ঠানে ৪২জন কৃষককে কৃষি সামগ্রী বিতরণসহ ১শ’ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া হত দরিদ্রদের মাঝেও সেলাই মেশিন বিতরণ করা হয়। জাকজমকপূর্ণ এঅনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা -কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।