বাশার আল আসাদ পালিয়েছেন, নিশ্চিত করল রাশিয়া

সিরিয়ার দুই যুগের স্বৈরশাসক বাশার আল আসাদ দেশ ছেড়েছেন বলে নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি জানায়, আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। তবে আসাদ কোথায় গেছেন তা জানায়নি মস্কো। খবর আল-জাজিরার।

সিরিয়ায় ব্যাপক অজনপ্রিয় হওয়া সত্ত্বেও আসাদকে ক্ষমতায় রাখতে চেয়েছিল রাশিয়া। সম্প্রতি বিদ্রোহীদের দমনে সিরিয়ায় সামরিক অভিযানও করেছিল দেশটি। তবে তারা পেরে ওঠেনি। আসাদের আরেক মিত্র দেশ ছিল ইরান।

ইতোমধ্যে সিরিয়ায় ক্ষমতা দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। চুরি ও রাহাজানি ঠেকাতে রাজধানী দামেস্কে কারফিউ জারি করেছেন তারা। এবার সরকার গঠনের পালা। তবে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

এর মাধ্যমে দেশটিতে বাথ পার্টির পাঁচ দশকের শাসনকালের অবসান হলো।

আসাদের দেশত্যাগের খবর শুনে রাস্তায় নেমে এসেছেন সাধারণ জনতা। বিজয়োল্লাসে ফেলে পড়েছেন মানুষ। আসাদের পতনের ঘটনায় ইসরাইলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, সিরিয়ার অধিকাংশ জায়গা এখন আল-কায়েদা এবং আইএসআইএস সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রণে। আমরা আমাদের নিরাপত্তা জোরদার করছি এবং গোলান মালভূমিতে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই পরিবর্তন রাতারাতি হয়নি। গত ১৩ বছর ধরে সিরিয়া সংকটে ছিল। আমরা এই পরিস্থিতিতে স্থিতিশীলতা আনার জন্য কাজ করব।