বেনাপোলে বাম্বু ক্যাফে নামে একটি চাইনিজ রেস্তোরার উদ্ভোধন হয়েছে। শনিবার বিকাল ৪ টার সময় বেনপোল টু পুটখালী সড়কের ছোটআঁচড়া নামক স্থান এই স্বনামধন্য বাম্বু ক্যাফের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি হিসাবে আস্থা এগ্রো ফুড এর ব্যবস্থাপনা পরিচালক কবিতা আলম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পুটখালী ইউনিয়ন এর চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, এবং বাম্বু ক্যাফের পরিচালক মনিরুল আলম।
পরিচালক মনিরুল আলম বলেন, আমি এখানে সীমান্ত ঘুরতে আসা পর্যটকদের জন্য ভালো মানের চাইনিজ খাবার এর ব্যবস্থা করব। সেই সাথে এই শহরের সুনাম ধরে রাখার জন্য সব সময় খাবারের গুন গত মান ধরে রাখব। এছাড়া এখানে এক শ্রেনীর মানুষের কর্মসংস্থান এর ব্যবস্থা ও হলো।