গভীর শোক ও শ্রদ্ধায় যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার শহরের চাঁচড়া বদ্ধভূমিতে মানুষের ঢল নামে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এদিন সকাল ৮টা থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বদ্ধভূমির স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমেই শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন।
এরপর পুলিশ সুপার জিয়া উদ্দীন আহমেদের নেতৃত্বে পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।